নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ^ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাািতক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব প্রমুখ । র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোাচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয় ।