• November 14, 2024, 9:18 am

বগুড়ায় বর্নাঢ্য আয়োজনে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন: রাজশাহী বিভাগের লাল দলের ৩৪ রানে জয়

বিশেষ প্রতিনিধিঃ 16 Time View :
Update : Sunday, November 10, 2024

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বগুড়া শহীদ চান্দু ষ্টেডিয়ামে বগুড়ায় জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। সকাল সাড়ে ১১ টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ও মোহম্মদ আশরাফুল ইসলাম।

জেলা বিএনপির তত্বাবধানে এই টুর্নামন্টের অনুষ্ঠিত হচ্ছে। পরর্তীতে বিএনপির’র ১০ টি সাংগঠনিক বিভাগে ১০ টি খেলা অনুষ্ঠিত হবে। শেষে আগামী ২৫ সালের ১৯ জানুয়ারীতে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের জন্মদিনে মীরপুর ক্রিকেট ষ্টেডিয়ামে ফাইনাল খেলা অনুাষ্ঠিত হবে বলে জানান বিএনপি মিডিয়া সেলের দায়িত্বে নিয়োজিত আবুল কালাম আজাদ।

১৬ বছর পর বগুড়া শহিদ চান্দু ষ্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ১৫ হাজার দশকের এই ষ্টেডিয়াম কানায় কানায় ভর্তি ছিল শহিদ ষ্টেডিয়াম মাঠ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বগুড়ার ফুটবলার শহিদ চান্দু’র বড় ভাই। বগুড়ায় শিবগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের শহিদ সেলিমের পরিবার।

রোববার বগুড়া শহিদ চান্দু ক্রিকেট ষ্টেডিয়ামে রাজশাহী লাল দল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে লাল দল ২০ ওভারে ১৩৯ রান করে।পরে রাজশাহী বিভাগের সবুজ দল। জয়ের লক্ষ্যে সবুজ দল ১৪০ রান তাড়া করতে গিয়ে দ্রæত উইকেটের পতন ঘটতে। ১৮ দশমিক ৪ ওভওে ১০৫ রান করে সকলে আউট হয়ে যায়।অবশেষে ৩৪ রানে জয় তুলে নেয় রাজশাহী বিভাগের লাল দল ৩৪ রানে জয় তুলে নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার আমিনুল হক, বিসিবি’র সাবেক যুগ্মসম্পাদক রফিকুল ইসলাম বাবু, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ও বগুড়া জেলাবিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণসম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সচিব, সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সৈয়দআহসানুল তৈয়ব জাকির, মীর শাহে আলম, এড. হামদিুল হক হিরু, কেএম খায়রুল বাশার প্রমুখ।

আয়োজক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু প্রেস ব্রিফিং-এ বলেন, সারাদেশে বিএনপির ১০ সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-২০ আদলে টুর্নামেন্টে প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আগামি ১৯ জানুয়ার্রিয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ দল নিয়ে লাল দল এবং পাবনা,চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহী দল নিয়ে সবুজ দল গঠন করা হয়েছে। উদ্বোধনী এ ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করেছে। প্রায় ১৮ হাজারদর্শক ধারন ক্ষমতার বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টিকিট ছাড়াই খেলা উপভোগ করা হয়েছে।


More News of this category