• January 3, 2025, 2:58 am

রোজাদারের জন্য যেসব সুসংবাদ দিয়েছেন বিশ্বনবি

Reporter's Name : 333 Time View :
Update : Monday, June 3, 2019

তাকওয়া বা আল্লাহর ভয় অর্জনের এ মোবারক মাসে মুমিন মুসলমানের ওপর অর্পিত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। সৃষ্টি হয়েছে নেক বা পূণ্য অর্জনের বিশাল সুযোগ। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে নিজেদের চরিত্রকে সুন্দর করার প্রশিক্ষণের এক মহা নেয়ামতের মাস এ রমজান।

মুমিন মুসলমানের করণীয় হলো আল্লাহ তাআলা কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে প্রবৃত্তির অধঃপতন থেকে নিজেদের চারিত্রিক উন্নতি ও ঝিমিয়ে পড়া চেতনাকে জাগ্রত করার পাশাপাশি কুরআনের সুমহান হেদায়েতের মাধ্যমে নিজেদের তৈরি করা।


More News of this category