• October 30, 2024, 12:14 pm

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মোহাম্মদ কাইফ

Reporter's Name : 337 Time View :
Update : Thursday, June 6, 2019

তারা দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে তারকা। কর্মের ক্ষেত্র আলাদা হলেও দু’জনের মধ্যে মিল একটাই। তাদের পদবি এক।

তাই অনেকেই তাদের মধ্যে ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে ভুল করেন। মন মতো সম্পর্ক তৈরি করে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মাতেন নেটিজেনরা। নেটিজেনদের সেই ভুল ভেঙে দিতেই নিজেদের ছবি পোস্ট করেছেন তারা। আর তাদের মধ্যে সম্পর্কের বিষয়টিও খোলসা করেছেন নেটিজেনদের সামনে।

তারা দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে তারকা। কর্মের ক্ষেত্র আলাদা হলেও দু’জনের মধ্যে মিল একটাই। তাদের পদবি এক।

তাই অনেকেই তাদের মধ্যে ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে ভুল করেন। মন মতো সম্পর্ক তৈরি করে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মাতেন নেটিজেনরা। নেটিজেনদের সেই ভুল ভেঙে দিতেই নিজেদের ছবি পোস্ট করেছেন তারা। আর তাদের মধ্যে সম্পর্কের বিষয়টিও খোলসা করেছেন নেটিজেনদের সামনে।


More News of this category