তবে আনন্দঘন পরিবেশে একজন প্রকৃত মোবাইল মালিক চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি বলেন ” আমরা কখনো ভাবি নি যে এই হারানো মোবাইলটি ফিরে পাব । তবে স্যারদের সহযোগিতায় হারানো মোবাইলটি ফিরে পেয়ে সত্যি চোখের পানি ধরে রাখতে পারছি না। বলে তিনি কেঁদে ফেলেন।”
তিনি আরো বলেন, “স্যারদের আল্লাহ যেন ভালো রাখে। স্যারেরা যেন আরো হারানো মোবাইল ফোন উদ্ধার করে এভাবে প্রকৃত মোবাইল মালিকদের নিকট হস্তান্তর করতে পারেন।”
উক্ত অনুষ্ঠানে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ৪ (এপিবিএন ৪) নিশিন্দারা বগুড়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম, জনাব নাহিদ হাসান, জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম, জনাব মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, জনাব মোঃ নাসির উদ্দিন মন্ডল, জনাব মোঃ নজরূল ইসলাম,সাইবার ক্রাইম ইউনিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শ শহিদুল ইসলাম প্রমূখ
এছাড়া হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মোবাইলের মালিকগন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন ৪) নিশিন্দারা,বগুড়া জেলার সম্মানিত অধিনায়ক (এডিশনাল ডিআইজি) মোঃ শহীদ সারোয়ার উক্ত অনুষ্ঠানের বক্তব্যে বলেন, “জানুয়ারি মাস নাগাদ ৪০ টি ফোন উদ্ধার হয়েছে। এই মোবাইল ফোন গুলি আপনাদের নিকট এখন হস্তান্তর করা হবে “
তিনি আরো বলেন, এপিবিএন বগুড়ার সাইবার ক্রাইম সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আরো কিছু হারানো মোবাইলের ফোনের সন্ধান ইতিমধ্যে পাওয়া গেছে। সে ফোনগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে । সে ফোন গুলি এভাবে হাতে পেলেই আমরা প্রকৃত মোবাইল মালিকদের নিকট হস্তান্তর করতে পারবো।
৪ এপিবিএন, বগুড়ার সাইবার ক্রাইম সেলের হট লাইন-০১৩২০-১৯০২০৬-এ যোগাযোগ করে আপনার অভিযোগ/পরামর্শ নিতে পারেন।
উল্লেখ্য যে, সাইবার ক্রাইম সংক্রান্তে সকল ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত ৪ এপিবিএন, বগুড়ার “সাইবার টিম”।