• December 25, 2024, 12:47 am

ভেজাল ঘি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, তিন লক্ষ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ 45 Time View :
Update : Monday, November 11, 2024

জেলা প্রশাসন বগুড়া’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এর অভিযান, ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায়।

নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ রাসেল এর নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের নিয়মিত মনিটরিংএর সময় ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে রাজাবাজার, বগুড়া এলাকায় “নিউ গন্ধেশ্বরী ঘি” এর বিভিন্ন তারিখ ও ব্যাচ এর ঘি পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডালডা/বনস্পতির উপস্থিতি শনাক্ত হয়।

তৎক্ষণাৎ জেলা প্রশাসন বগুড়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: সাদমান আকিফ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সামনে “নিউ গন্ধেশ্বরী ঘি” এর স্বত্বাধিকারী তার অপরাধ স্বীকার করেন এবং পরবর্তীতে ঘি তৈরিতে ডালডা ব্যবহার করবেন না মর্মে স্বীকারোক্তি দেন। এসময়, নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী রাজাবাজার, বগুড়া এলাকায় অবস্থিত “নিউ গন্ধেশ্বরী ঘি” নামীয় প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এসময় তাসওয়ার তানজামুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন বগুড়া, নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ শাহ আলী, নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব ভবেশ রায়সহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন।


More News of this category