• December 27, 2024, 6:39 am

প্রত্যেক প্রবাসী এক একটা মোমবাতি

Reporter's Name : 282 Time View :
Update : Monday, June 3, 2019

মোমবাতির ভেতর সুতা থাকে। সুতায় আগুন দিলে সেই আগুন অন্ধকার দূর করে সবাইকে আলোকিত করে আর মোম গলে যায়। ঠিক তেমনি একজন প্রবাসী একটি মোমবাতির মতো। নিজে জ্বলে নিঃশেষ হয়ে তার পরিবারকে আলোকিত করে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। অথচ সেই প্রবাসীরা দেশে আসলে নানা ভোগান্তির শিকার হন। তাদের কষ্ট কেউ দেখে না, বুঝতে চেষ্টাও করে না।

পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও উন্নত জীবনের আশায় প্রতিদিন হাজার হাজার যুবক পাড়ি জমাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে। অনেকেই আবার জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমায় সমুদ্র পথে। বর্তমানে বিভিন্ন দেশে প্রায় এক কোটি প্রবাসীর বসবাস। এই প্রবাসীরা রাত-দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যায় শুধুমাত্র পরিবারের সুখের আশায়।


More News of this category