• October 30, 2024, 10:22 am

কাহালুতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ কুতুব শাহাব উদ্দিন বাবু, কাহালু (বগুড়া) প্রতিনিধি : 40 Time View :
Update : Sunday, October 27, 2024

বগুড়া কাহালু উপজেলা বাংলাদেশ  জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৭ তারিখ রবিবার সকাল ১০ ঘটিকায় বিএনপি দলীয় কার্যালয়ে পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাহালু পৌর শাখা আহবায়ক পারভেজ আলমের সভাপতিত্বে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাহালু উপজেলা শাখা (ভারপ্রাপ্ত) সভাপতি  সাবেক পৌর মেয়র  আলহাজ্ব  আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি  কাহালু উপজেলা  সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার আজম, পৌর যুবদলে সিনিয়র যুগ্নু আহ্বায়ক খোকন খান, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী সুমন  যুবনেতা ফরহাদ বাবু, জামিল উদ্দিন, ইনসান আলী।পৌর যুবদলের নেতা মিলন সরদার, আব্দুল করিম, ইউনুস আলী,  সুলতান সরদার ও যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ ।


More News of this category