• May 17, 2025, 7:58 pm

৫ কোটি ইন্সটাগ্রাম ব্যবহারকারীর তথ্য ফাঁস

Reporter's Name : 419 Time View :
Update : Monday, June 3, 2019

আবারো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবার ৫ কোটি ইন্সটাগ্রাম ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে অধিকাংশই সেলিব্রিটি, প্রভাবশালী ব্যক্তি এবং ব্র্যান্ড। সেই সব তথ্য ইন্টারনেটে সহজেই পাওয়া যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে।

ফাঁস হওয়া তথ্যগুলো এতদিন অরক্ষিত সার্ভারে রাখা ছিল। এর মধ্যে ব্যবহারকারীদের নানা ব্যক্তিগত তথ্যও রয়েছে।

ভারতের মুম্বাইয়ের ‘চ্যাটারবক্স’ নামের একটি প্রতিষ্ঠানের ডেটাবেজে এই তথ্যগুলো পাওয়া গেছে। এতদিন কীভাবে এই তথ্যগুলো অরক্ষিত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নজরে আসার পরে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ফেসবুক। এ নিয়ে চ্যাটারবক্স-এর সঙ্গেও আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।


More News of this category