• March 15, 2025, 1:50 am

ঘোড়ার গাড়ীতে মাদ্রাসা সুপারের রাজকীয় বিদায়

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ 52 Time View :
Update : Monday, February 10, 2025

বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার সুপারের চাকরি জীবনের শেষে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে করে বিদায় জানিয়েছেন সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
রবিবার (০৯ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওঃ মোঃ আনোয়ারুল হক কে এভাবে বিদায় জানাতে দেখা যায়
মাদ্রাসা সুপারের বিদায় উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে আলোচনা সভায় স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ পক্ষে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। পরে সাবেক সুপার আনোয়ারুল হক এর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,২১নং ওর্য়াড কাউন্সিল রুহুল কুদ্দুস ডিলু,মাদ্রাসা সাবেক সভাপতি আজিজার রহমান, ভারপ্রাপ্ত সুপার গোলাম মোস্তফা,মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিজানুর রহমান শামীম,জামায়াত নেতা আব্দুল লতিফ বাবু,আজাদুর রহমান,বিএনপির নেতা আব্দুল মোত্তালেব বাদল,বিদায়ী শিক্ষার্থী শাহ জালাল,সাজ্জাদ হোসেন,ইমরান হোসেন প্রমুখ।
সবশেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দিতে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়ি ব্যবস্থা করেন মাদ্রাসার দাখিল ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা। ঘোড়ার টমটম গাড়ির আগে পিছে শিক্ষার্থীরা এগিয়ে দেন শিক্ষক আনোয়ারুল হক। গাড়িতে ওঠার সময় বিদায়ী সুপারকে আবারও ফুল ছিটিয়ে ও ফুলেল শুভেচছা দিয়ে বিদায় জানানো হয়।প্রিয় শিক্ষার্থী ও সহকর্মী এমন আয়োজনে আবেগাপ্লæত হয়ে পড়েন সাবেক সুপার আনোয়ারুল হক।
এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন বলেন, একজন শিক্ষক যখন তাঁর চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে। উপজেলায় এই প্রথম এমন উৎসবের বিদায়।


More News of this category