• April 30, 2025, 11:50 am

সারিয়াকান্দিতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: 137 Time View :
Update : Wednesday, November 13, 2024

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ সজিব (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার হিন্দুকান্দি গ্রামের পুলিশ লাইন এলাকার সুলতানের ছেলে। থানা পুলিশ সুত্রে জানা গেছে,গত সোমবার রাত ৯টার দিকে সারিয়াকান্দি থানার এস আই হাসান হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হিন্দুকান্দি পুলিশ লাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরল ইসলাম জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রজু করা হয়েছে। আসামীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।


More News of this category