• November 15, 2024, 7:42 am

২০০ দেশ ভ্রমণের ইচ্ছা এলিজার

Reporter's Name : 306 Time View :
Update : Thursday, June 6, 2019

এলিজা বিনতে এলাহী: ভ্রমণ শুরু করেছি ১৯৯৯ সাল থেকে। তখন এশিয়া ও ইউরোপের দেশগুলো ভ্রমণ শুরু করি, যা এখনো অব্যাহত আছে। এ যাবত মোট ৪৬টি দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর ভ্রমণ সমাপ্ত করেছি। ঘুরতে গিয়ে নিজ দেশের স্থাপনাগুলো ঘুরে দেখার তাগিদ থেকে ২০১৬ সালে হেরিটেজ ট্যুর শুরু করি। দেশের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করে হেরিটেজ ট্যুরিজমের আওতায় এনে জনসচেতনতা বাড়ানো এবং এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। ঢাকার বলধা গার্ডেন দিয়ে এ যাত্রা শুরু হয়। ৪৯টি জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনা প্রাথমিকভাবে ভ্রমণ ও তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছি। এ প্রজেক্টের নাম ‘কুয়েস্ট… এ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’। যা আমার অর্থায়নে করা। তবে ভ্রমণ করতে গিয়ে ছোট ছোট প্রশ্নের সম্মুখীন হয়েছি। যেমন- প্রত্নতত্ত্ব পর্যটন যেহেতু একটি বহুল প্রচলিত শব্দ নয়, তাই এটি বোঝাতে বেশ কষ্ট হয়েছে। প্রথমে ট্রাভেলের সাথে এর সংশ্লিষ্টতা নিয়ে স্থানীয় লোকজন, বন্ধুমহল, পরিবারের সবাই সন্দেহ প্রকাশ করছিল। তবে ধীরে ধীরে সহযোগিতাও প্রচুর পেয়েছি।এলিজা বিনতে এলাহী: ভ্রমণ শুরু করেছি ১৯৯৯ সাল থেকে। তখন এশিয়া ও ইউরোপের দেশগুলো ভ্রমণ শুরু করি, যা এখনো অব্যাহত আছে। এ যাবত মোট ৪৬টি দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর ভ্রমণ সমাপ্ত করেছি। ঘুরতে গিয়ে নিজ দেশের স্থাপনাগুলো ঘুরে দেখার তাগিদ থেকে ২০১৬ সালে হেরিটেজ ট্যুর শুরু করি। দেশের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করে হেরিটেজ ট্যুরিজমের আওতায় এনে জনসচেতনতা বাড়ানো এবং এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। ঢাকার বলধা গার্ডেন দিয়ে এ যাত্রা শুরু হয়। ৪৯টি জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনা প্রাথমিকভাবে ভ্রমণ ও তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছি। এ প্রজেক্টের নাম ‘কুয়েস্ট… এ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’। যা আমার অর্থায়নে করা। তবে ভ্রমণ করতে গিয়ে ছোট ছোট প্রশ্নের সম্মুখীন হয়েছি। যেমন- প্রত্নতত্ত্ব পর্যটন যেহেতু একটি বহুল প্রচলিত শব্দ নয়, তাই এটি বোঝাতে বেশ কষ্ট হয়েছে। প্রথমে ট্রাভেলের সাথে এর সংশ্লিষ্টতা নিয়ে স্থানীয় লোকজন, বন্ধুমহল, পরিবারের সবাই সন্দেহ প্রকাশ করছিল। তবে ধীরে ধীরে সহযোগিতাও প্রচুর পেয়েছি।


More News of this category