• April 2, 2025, 12:36 pm

সারিয়াকান্দিতে বিএনপি নেতা নূরুল ইসলাম বাদশার ইফতার সামগ্রী বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 91 Time View :
Update : Friday, February 28, 2025

আগামী পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে গরীব ও বিধবাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম বাদশা । গতকাল শুক্রবার বাদজুম্বা দিঘলকান্দী গ্রামে তিনি তার বাড়ীতে গরীব ও বিধবা ২শ’ পরিবারের মাঝে,সেমাই,চিনি,ছোলা,তেল ও খেজুর বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দিঘলকান্দী গ্রামের জাহিদুল,রতন,শহিদ ও রহিম প্রমুখ ।


More News of this category