• January 27, 2025, 7:57 pm

সারিয়াকান্দিতে প্রতিবেশী দু’পক্ষের মারামারির ঘটনায় তৃতীয পক্ষের অসুস্থ এক ব্যক্তিসহ ৫জন আহত

সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধিঃ 123 Time View :
Update : Saturday, December 21, 2024

বগুড়ার সারিয়াকান্দিতে রামনগর গ্রামে গত শুক্রবার দুপুরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী দু’পক্ষের মারামারির ঘটনায় তৃতীয় পক্ষের গুরুতর অসুস্থ মাইদুল ইসলামসহ ৫জন আহত হয়েছে । মাইদুল ইসলামসহ ২ জন সারিয়াকান্দি উপজেলা স্থাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে ।

আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । জানা গেছে, রামনগর গ্রামের দোস্ত মাহমুদ মন্ডলের ছেলে আব্দুল বারী মুক্তারের সাথে মন্টু আকন্দের ছেলে শফিকুল আকন্দের ২২ বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে । মুক্তার ও শফিকুল মামাত-ফুফাত ভাই । গত শুক্রবার দুপুরে পথ চলা নিয়ে তুচ্ছ ঘটনায় দুপক্ষের পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে ।

মারামারির একপর্যায়ে মুক্তারের স্ত্রী শিল্পি বেগম (৪০) এর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ ইটের আঘাতে উপড়ে যায় । ঘটনা দেখে অসুস্থ মাইদুল ইসলাম ্এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে তাকে কিল ঘুষি মেরে গুরুতর আহত করে বলে মাইদুল জানিয়েছেন । মাইদুল ইসলাম ও তার স্বজনরা জানান, অসুস্থজনিত কারণে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন মাইদুল ইসলাম। গত ১৭ ডিসেম্বর তার এনজিওগ্রামসহ শারিরিক বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হয় । গত শুক্রবার সকালে তিনি রামনগর গ্রামের বাড়িতে আসেন ।

দুপুরে প্রতিবেশী দু’পক্ষের মারামারির ঘটনায় তিনি এগিয়ে গেলে আহত হন । মাইদুল ইসলামের স্টমাক কেন্সারের অস্ত্রপচার করা হয় ২০২১ সালে । তাকে অমানবিক ভাবে মারপিট করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ । মারামারির ঘটনায় মুক্তার হোসেন বাদী হয়ে শফিকুল আকন্দসহ ৭ জনের বিরুদ্ধে এবং শফিকুল আকন্দ বাদী হয়ে মুক্তার মন্ডলসহ ১১ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন । ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে ।


More News of this category