• January 27, 2025, 8:06 pm

সারিয়াকান্দিতে পেট্রোলিয়াম ট্যাংকসহ ডিসপেলিং ইউনিট অপসারেনের নির্দেশ অমান্য করে চলছে জ¦ালানী তেল বিক্রি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ 92 Time View :
Update : Monday, November 4, 2024
Exif_JPEG_420

জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগ বিস্ফোরক পরিদপ্তর রাজশাহী অফিস কর্তৃক দেয়া পেট্রোলিয়াম ট্যাংকসহ ডিসপেন্সিং ইউনিট অপসারেনের নির্দেশ অমান্য করে বগুড়ার সারিয়াকান্দিতে চলছে জ¦ালানী তেল বিক্রি । গতকাল সোমবার সকালে দেখা গেছে, উপজেলার পৌর এলাকায় বাঙ্গালী ব্রীজের পূর্ব পাশে সিএনজি চালিত অটোরিক্সা ষ্ট্যন্ডের নিকট মেসার্স পারুল এন্টারপ্রাইজে জ¦ালানী তেল বিক্রি করা হচ্ছে। এভাবে অনিয়ম করে জ¦ালানী তেল বিক্রির ফলে সরকার রাজস্ব আয় বঞ্চিত হচ্ছে পাশাপাশি বৈধ ফিলিং স্টেশনের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে । বিস্ফোরক লাইসেন্স থাকলে শুধু মাত্র ড্রামে জ¦ালানী তেল বিক্রি করা যাবে, কিন্তু মেশিনে জ¦ালানী তেল বিক্রি করার নিয়ম নাই বলে জানিয়েছেন মেসার্স মুশফিকুর ফিলিং স্টেশনের প্রোপাইটার আতাউর রহমান । আতাউর রহমান আরো জানান, তিনি সব নিয়ম মেনে জ¦ালানী তেল বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছেন । কেহ কেহ অনিয়ম করে জ¦ালানী তেল বিক্রি করছেন । অনিয়ম করে জ¦ালানী তেল বিক্রি করার কারণে সারিয়াকান্দি উপজেলার মেসার্স পারুল এন্টার প্রাইজ,মেসার্স রোপা এন্টারপ্রাইজসহ তিনটি প্রতিষ্টানকে জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগ বিস্ফোরক পরিদপ্তর রাজশাহী অফিস কর্তৃক পেট্রোলিয়াম ট্যাংকসহ ডিসপেন্সিং ইউনিট অপসারেনের নির্দেশ দিয়েছে । তারপরেও তারা সরকারী আদেশ অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন । এর প্রতিকার চেয়ে তিনি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের নিকট লিখিত অভিযোগ করেছেন ।


More News of this category