বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন প্রামাণিকের উদ্যোগে যমুনার চরাঞ্চলের মানুষের দ্রুত যোগাযোগ সুবিধার্থে স্পিড বোট সেবা চালু করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মথুরাপাড়া যমুনা নদীর ঘাটে প্রধান অতিথি হিসেবে উক্ত স্পিড বোট সেবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।এসময় কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন প্রামাণিক, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন দীপন চেয়ারম্যান জানান,তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই যমুনার চরাঞ্চলে বসবাস করা অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষদের স্পীড বোট সেবা চালুর উদ্যোগ নেন। যাতে করে বিপদগ্রস্ত মানুষ এবং বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা বৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দসহ অন্যান্য ব্যাক্তিরাও স্পীড বোট ব্যাবহার করে চরবাসীর সেবা করতে পারেন। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান মহোদয়ের আন্তরিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা ফান্ড থেকে ৫ লাখ ২৯ হাজার টাকা এবং তার ব্যাক্তিগত তহবিল থেকে খরচ করে ষ্পীড বোট সেবা চালু করা সম্ভব হয়েছে। এতে প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে।