• May 18, 2025, 10:23 pm

সারিয়াকান্দিতে কালিতলা যমুনার ঘাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ 125 Time View :
Update : Tuesday, January 21, 2025

সারিয়াকান্দিতে উপজেলার বিভিন্ন দপ্তর ও কালিতলা যমুনা নদীর ঘাট এলাকা পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট হোসনা আফরোজা । মঙ্গলবার সকাল ১০টায় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন । এরপর সারিয়াকান্দি থানা, সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারিয়াকান্দি ভ‚মি অফিস এবং কালিতলা যমুনা নদীর ঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি,সহসভাপতি লাল মাহমুদ লালসহ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।


More News of this category