• December 25, 2024, 1:09 am

শতবর্ষী বৃদ্ধা ধর্ষণ : আমরা কোথায় যাচ্ছি?

Reporter's Name : 312 Time View :
Update : Thursday, June 6, 2019

লজ্জা পাচ্ছি; বড় লজ্জা। লজ্জায় মাথা নত হয়ে আসছে। এ খবরটা একটু বেশি লজ্জায় ফেলেছে আমাদের। শতবর্ষী বৃদ্ধা ধর্ষিত হয়েছে। ছিঃ ছিঃ ছিঃ। দেশে এসব কী হচ্ছে। বৃদ্ধার পরিচয়, তাঁর এলাকার নাম লিখতেও লজ্জা বোধ হচ্ছে আমার।

পাঠক আপনারা অনেকেই খবরটা জানেন। দেশজুড়েই বৃদ্ধার ধর্ষিত হবার এ খবর চাউড় হচ্ছে। দেশে ধর্ষণের ঘটনা একটার পর একটা ঘটছেতো ঘটছেই। খবরের কাগজ উল্টালেই ধর্ষণের খবর পাচ্ছি আমরা। শতবর্ষী বৃদ্ধার ধর্ষিত হবার খবর আমাদের সত্যিই ব্যথিত করে। আসলে এদেশে সবই হয়। সামান্য তুলার বালিশের মূল্য ৫ হাজার ৯৫৭ টাকা বিক্রি হয়! আর এর উঠানোর খরচ লাগে ৭৬০ টাকা!

লজ্জা পাচ্ছি; বড় লজ্জা। লজ্জায় মাথা নত হয়ে আসছে। এ খবরটা একটু বেশি লজ্জায় ফেলেছে আমাদের। শতবর্ষী বৃদ্ধা ধর্ষিত হয়েছে। ছিঃ ছিঃ ছিঃ। দেশে এসব কী হচ্ছে। বৃদ্ধার পরিচয়, তাঁর এলাকার নাম লিখতেও লজ্জা বোধ হচ্ছে আমার।

পাঠক আপনারা অনেকেই খবরটা জানেন। দেশজুড়েই বৃদ্ধার ধর্ষিত হবার এ খবর চাউড় হচ্ছে। দেশে ধর্ষণের ঘটনা একটার পর একটা ঘটছেতো ঘটছেই। খবরের কাগজ উল্টালেই ধর্ষণের খবর পাচ্ছি আমরা। শতবর্ষী বৃদ্ধার ধর্ষিত হবার খবর আমাদের সত্যিই ব্যথিত করে। আসলে এদেশে সবই হয়। সামান্য তুলার বালিশের মূল্য ৫ হাজার ৯৫৭ টাকা বিক্রি হয়! আর এর উঠানোর খরচ লাগে ৭৬০ টাকা!


More News of this category