• May 13, 2025, 4:16 am

মামলার বাদীকে ভয়ভীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধিঃ 83 Time View :
Update : Wednesday, April 16, 2025

বগুড়া দুপচাঁচিয়া প্রেসক্লাবে উপজেলার দেবখন্ড গ্রামের চাঁদার দাবিতে করা মামলার বাদি রেজাউল করিম শেখকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে উপজেলার তালোড়া দেবখন্ড মধ্যপাড়া গ্রামের মৃত একাব্বর আলী শেখের ছেলে রেজাউল করিম শেখ তার লিখিত বক্তব্যে বলেন, বেশ কিছুদিন যাবত একই গ্রামের সিরাজুল ইসলাম, মেরাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম ও আদমদীঘি উপজেলার কুন্দুগ্রামের ফারুক হোসেন তার নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন গত ০২ এপ্রিল বুধবার উক্ত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। ওই রাতেই উক্ত ব্যাক্তিরা সহ ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যাক্তি তার বাড়িতে আসে এবং পূর্বের মতো আবারও চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উক্ত ব্যাক্তিগণ বাড়ির ভিতরে প্রবেশ করে শয়ন ঘরের স্টিলের আলমারি ভেঙ্গে ২ লাখ ৭০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল নিয়ে যায় এবং বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। এতে তার ৭ লাখ ৬৭ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ সংক্রান্তে সে গত ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপচাঁচিয়া আমলী আদালতে উক্ত আসামিদের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ জনের বিরুদ্ধে মামলা যাহার নং-২০১সি/২০২৫ দায়ের করে। মামলাটি পিবিআই এ তদন্তে রয়েছে। মামলাটি তদন্তে থাকায় আসামিরা উক্ত মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে। এবং তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতিসহ হুমকি প্রদান করছে। সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তদন্ত স্বাপেক্ষে তাদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আমেনা, পুত্র ইসরাফিল শেখ, কন্যা রোকেয়া আক্তার জান্নাতি উপস্থিত ছিলেন।


More News of this category