• January 29, 2025, 5:39 am

ভারতের প্রধানমন্ত্রী হতে চান প্রিয়াঙ্কা

Reporter's Name : 239 Time View :
Update : Thursday, June 6, 2019

মডেলিং থেকে অভিনয়-সব ক্ষেত্রেই দাপিয়ে বেড়িয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন, তারপর অভিনেত্রী হিসাবে বলিউডে অভিষেক পিগি চপসের। বর্তমানে হলিউডেও অভিনেত্রী হিসেবে যথেষ্ঠ পরিচিতি অর্জন করেছেন তিনি।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’হিসেবেও কাজ করছেন বহুদিন হলো। এবার রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করে বসলেন নিক জোনাস ঘরণী।

সম্প্রতি, ব্রিটেনের প্রভাবশালী দৈনিক সানডে টাইমসের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। সেখানে নিজের রাজনৈতিক দর্শন নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। তিনি বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দেখতে চাই।’

নিজেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখার পাশাপাশি নিককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবেও দেখতে ‘মেরি কম’ খ্যাত এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলেন, ‘নিক যেহেতু আমেরিকান, তাই ওকে মার্কিন প্রেসিডেন্টের আসনে দেখতে চাই।’

অভিনেত্রী পাশাপাশি এ-ও বলেন, ‘যদিও রাজনীতির সঙ্গে যুক্ত কোনো কিছুই আমার বিশেষ পছন্দ নয়, তবে আমি এতটুকু নিশ্চিত আমি আর নিক দুজনে মিলে পরিবর্তন আনতে পারব। কোনো কিছুতেই কখনো না বলতে নেই।’


More News of this category