• December 18, 2024, 10:43 am

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ 9 Time View :
Update : Monday, December 16, 2024

১৫ ডিসেম্বর রবিবার সাতমাথায় ভারতীয় আধিপত্যবাদী মিডিয়ায় বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক নেতা মীর সাজ্জাদ আলী সন্তোষ।

প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রান্।ু বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মহসিন আলী রাজু, সাংবাদিক নেতা মীর্জা সেলিম রেজা, এফ শাহজাহান, আবুল কালাম আজাদ, খন্দকার আব্দুর রশিদ প্রবাল, মাজেদুর রহমান, মামুন-উর-রশিদ, ইনছান আলী শেখ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব দৈনিক দুরন্ত সংবাদ এর সম্পাদক সবুর শাহ লোটাস। বক্তারা ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রপচারের নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য নানা ধরনের অপপ্রচার ও দেশী বিদেশী ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা এ মূহুর্তে খুবই প্রয়োজন।

বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ধরে রাখতে সাংবাদিক সমাজকে আরো গভীর দৃষ্টি নিয়ে জনগণকে সচেতন রাখতে মেধা মননসহ লেখনি ধরে রাখতে হবে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, ফেরদৌসুর রহমান, সাইফুল ইসলাম, সাংবাদিক আল মমিন, ইউনুস আলী, জাফর আহম্মেদ মিলন, রাফু ইসলাম, হারুন উর রশিদ, আল আমিন, সানাউল হক শুভ, মীর্জা আহসান হাবিব দুলাল, গোলজার হোসেন মিঠু, আজিজুল হাকিম রোমন, আলী হায়দার মিঠু প্রমুখ।

 


More News of this category