বিএনপির ঝান্ডাকে হাতে নিয়েই কাজ করছি। জাতীয়তাবাদীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। আমি যতদিন বাঁচব বিএনপি করেই বাঁচতে চাই। আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন আমি খোকা সেই সিদ্ধান্তের বাহির নই।
তিনি আরো বলেন, দলের সিদ্ধান্তের বাহিরে আমি পৌর নির্বাচন করেছি এটা আমি ভুল করেছি। এজন্য আমি জনসম্মুখে ক্ষমা ”াচ্ছি। আমাকে প্রত্যাহার করেছেন তবুও আমি পদযাত্রায় যাওয়ার কারণে আমার নামে মামলা হয়। আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছি করেই যাব। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা মালিক শ্রমিক যৌথ কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
বগুড়ার শেরপুরে মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে শ্রমিক ও ছাত্র জনতার সমাবেশে শুক্রবার বিকেল ৪টায় ধুনটমোড় পৌর ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হয়।
উপজেলা মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি ও বগুড়া জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিকের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিকের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় উপজেলা মালিক শ্রমিক যৌথ কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, শেরপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, বগুড়া জেলা ট্যাং ট্যাংলরি কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের শেরপুর শাখার সভাপতি আবু রায়হান, বগুড়া জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, শেরপুর উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি হাসমত, সাধারণ সম্পাদক গোলজার, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোন্নাফ আকন্দ প্রমুখ।
এছাড়াও বক্তারা বলেন ‘পৃথিবী কাঁপানো এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে ছাত্র-জনতা। এই ফ্যাসিস্টকে সরাতে অনেকে রক্ত আর প্রাণ দিতে হয়েছে। ফ্যাসিস্টদের সঙ্গে লড়াই করতে গিয়ে অসংখ্য ছাত্র, শ্রমিক, জনতা জীবন দিয়েছে। সুতরাং অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।