• December 25, 2024, 2:19 pm

বরিশালে ৪৫ বছর বয়সী ব্যক্তির সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে

Reporter's Name : 389 Time View :
Update : Thursday, June 6, 2019

বরিশালের মুলাদী উপজেলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কনের বাবা বজলু হাওলাদারকে আটক করে সেলিমপুর পুলিশ চৌকির সদস্যরা।

আটক বজলু হাওলাদারের মেয়ে লাবনী আক্তার উপজেলার বাটামারা ইউনিয়নের জাগরনী মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

বর পার্শ্ববর্তী সফিপুর ইউনিয়নের চরসফিপুর গ্রামের মৃত খলিল সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য মন্টু সরদার (৪৫)।

স্থানীয়রা জানান, বজলু হাওলাদার সোমবার রাতে তার স্কুল পড়ুয়া মেয়েকে সাবেক ইউপি সদস্য মন্টু সরদারের সঙ্গে বিয়ে দেন। মন্টু সরদার এর আগেও আরেকটি বিয়ে করেছেন। বাল্য বিয়ের সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় সেলিমপুর পুলিশ চৌকির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বজলু হাওলাদারকে আটক করে। তবে এর আগেই খবর পেয়ে মন্টু সরদার লাবনী আক্তারকে জোর করে অন্যত্র নিয়ে যান।

সেলিমপুর পুলিশ চৌকির ইনচার্জ এসআই আলতাফ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে বজলু হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মন্টু সরদারকেও পুলিশ খুঁজছে।


More News of this category