মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি ফাযিল মাদরাসা মাঠে মুসলিম এইড সুইডেন আয়োজিত শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠান মুসলিম এইড সুইডেনের সেফ গার্ডিং ওঅপারেশন আইলিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধানঅতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক,মুসলিম এইড কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কুরআনের আইন চালু হলেই সকল বৈষম্য দুর হবে। আপনাদের আর শীত আসলে মানুষের কাছে যেতে হবে না। কুরআনের সৈনিকেরাই আপনাদের বাড়ীতে পৌঁছে দিবে। তিনি সবাই কে কুরআনের পক্ষে থাকার আহবান জানান। একই সাথে তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর সকল ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে ১ হাজার ব্যাক্তির মাঝে শীতসহায়তা প্রদান করা হয়।