বগুড়ায় এরুলিয়া আইডিয়াল একাডেমিতে অভিভাবক সমাবেশ ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে সদরের এরুলিয়া আইডিয়াল একাডেমীতে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বক্তব্য রাখেন এরুলিয়া আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: মিজানুর রহমান। অনুষ্টানে সভাপতিত্ব করেন দারুস সুফ্ফা ট্রাস্ট এর সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।
অনুষ্টান শেষে মূল্যয়ন পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন অতিথি বৃন্দ। সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলোজিক্যাল সার্পোট বাংলাদেশ প্ররিচালিত প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার পাশাপাশি ইংরেজী, বিজ্ঞান এবং গণিত শিক্ষাদান করে এবং গরীব অসহায় মহিলাদের সিলাই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ফ্রি সিলাইমেশিন প্রদান করে।
ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি বগুড়া তথা উত্তরাঞ্চলের মানুষের প্রিয় প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসেছে। প্রতি বছর তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্য বার্ষিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে বিজয়ী এবং লেখাপড়ায় ভালো করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়।