বগুড়ায় ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ দেশের গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় বগুড়া শহরের ২য় বাইপাস সড়কের কালিবালায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিলেট এর বগুড়া প্রেস ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা এই মানববন্ধনের আয়োজন করেন।
কর্মসূচিতে প্রেস ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পত্রিকার এজেন্ট, বিক্রেতাগণ, সামাজিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুফলকে নষ্ট করতে একদল দুর্বৃত্ত এই চক্রান্ত করেছে। মানববন্ধন কর্মসূচি থেকে গণমাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবী ও এই চক্রান্তকারিদের বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
বগুড়া প্রেস ইউনিটের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ কারিম উল্লাহ এর সভাপতিত্বে এবং বর্ণিক বার্তার বগুড়া প্রতিনিধি এইচ আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, নিউজ ২৪ বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবু, ডেইলি সান এর জেলা প্রতিনিধি এমদাদুল হক, কালের কণ্ঠ আদমদীঘি প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের বগুড়া প্রেস ইউনিটের এ্যাসি: ইঞ্জিনিয়ার বিল্পব হোসেন, এক্সিকিউটিভ জসিম উদ্দিন, এ্যাসি: এক্সিকিউটিভ কৗশিক শাহরিয়া সোহেল, প্রডাকশন ইনচার্জ গোপাল চন্দ্র রায়, সার্কুলেশন ইনচার্জ শফিকুল ইসলাম, সার্কুলেশন ইনচার্জ কোরবান আলি, সিটিপি ইনচার্জ ফারুক হোসেন, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার এজেন্ট রফিক স্বপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রæপ। সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশ করে দেশের উন্নয়ন অগ্রগতিতে বিশেষ ভুমিকা পালন করছে বসুন্ধরা’র মালিকানাধীন প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রæপ। সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই ইস্ট-ওয়েস্ট মিডিয়াসহ গণমাধ্যমের উপর এই হামলা করেছে দুর্বৃত্তরা। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তাঁরা।