• January 27, 2025, 8:03 pm

‘পছন্দের ক্যাডারগুলোতে রোল নম্বর খুঁজে পাচ্ছিলাম না, ছিল পুলিশ ক্যাডারে’

Reporter's Name : 298 Time View :
Update : Thursday, June 6, 2019

পুলিশ ক্যাডার পছন্দের তালিকায় প্রথম দিকে না থাকলেও বর্তমানে দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করতে পেরে গর্বিত এ নারী। কর্মরত আছেন পুলিশ হেডকোয়ার্টাসে কমিউনিটি পুলিশিং এর এআইজি হিসেবে।

বিজ্ঞাপন

নিজের পেশা নিয়ে গর্বিত এ নারী কাজের মাধ্যমে নারী-পুরুষ উভয়ের উপকার করতে পারায় তৃপ্ত। নিজের পেশার সার্থকতা খুঁজে পান মানুষের জন্য কাজ করতে পেরে।

বিসিএসের তার অনুপ্রেরণা ছিলেন সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা মা। বড় হয়ে চাকরি করতে হয়, এ ধরনের বদ্ধমূল ধারণা নিয়ে বড় হয়েছেন মাকে দেখে। শুধু মেয়ে হয়ে বা চাকরিহীন হয়ে থাকার বিষয়টি ভাবতে পারেননি কখনো।

বেড়ে ওঠা খুলনা শহেরে। সেখান থেকে এসএসসি পাশের পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। ২০তম বিসিএসের মাধ্যমে যোগ দেন বিসিএস পুলিশ ক্যাডারে। তবে ছোটবেলায় মাথার ভেতরে চাকরির আকাঙ্খা থাকলেও পুলিশ হতে হবে এ ধরণের কোনো আকাঙ্খা ছিলো না।

বিসিএসে যোগদানের পর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে গিয়ে পুরুষ সহকর্মীদের সাথে সমান দক্ষতায় প্রশিক্ষণের সবগুলো ধাপ সম্পন্ন করেছেন। মেয়ে বলে সেসময় বিশেষ কোনো সুবিধা দেয়া হয়নি তাদের।


More News of this category