• December 25, 2024, 2:12 pm

দেশের ইতিহাসের সেরা জুটির রসায়নটা বেশ পুরনো

Reporter's Name : 335 Time View :
Update : Monday, June 3, 2019

টেস্ট, ওয়ানডে কিংবা টি টোয়েন্টি- তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশের ইতিহাসের সেরা জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। যাদের জুটিতে নিয়মিতই জয়ের ভিত পায় বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচপর্যন্ত তিন ফরম্যাট মিলে ১৫৭ ইনিংসে জুটি বেঁধে এ দুজন যোগ করেছেন ৫৭২৬ রান। দশটি শতরানের জুটির পাশাপাশি, ৩৪টি রয়েছে পঞ্চাশোর্ধ জুটি। দেশের ইতিহাসে তাদের চেয়ে বেশি ইনিংসে জুটি বাধেননি আর কোনো জোড়া ব্যাটসম্যান।

টেস্ট, ওয়ানডে কিংবা টি টোয়েন্টি- তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশের ইতিহাসের সেরা জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। যাদের জুটিতে নিয়মিতই জয়ের ভিত পায় বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচপর্যন্ত তিন ফরম্যাট মিলে ১৫৭ ইনিংসে জুটি বেঁধে এ দুজন যোগ করেছেন ৫৭২৬ রান। দশটি শতরানের জুটির পাশাপাশি, ৩৪টি রয়েছে পঞ্চাশোর্ধ জুটি। দেশের ইতিহাসে তাদের চেয়ে বেশি ইনিংসে জুটি বাধেননি আর কোনো জোড়া ব্যাটসম্যান।


More News of this category