• January 22, 2025, 5:51 pm

দুপচাঁচিয়া মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : 84 Time View :
Update : Monday, December 16, 2024

বগুড়া দুপচাঁচিয়ায় বিজয়ের এই দিনে একাত্তরের সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে পালিত হল মহান বিজয় দিবস । সোমবার সকালে স্মৃতির অম্লানে  শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে অগণিত মানুষের ঢল নেমেছিল।

মহান বিজয় দিবস-২০২৪ উৎযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নির্দেশে “রক্তই হোক ঐক্যের ভিত্তি” প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুন্নাহারের সার্বিক তত্ত্বাবধানে দুপচাঁচিয়া উপজেলার বৈষম্য বিরোধী সংগঠনের মোঃ আদিল, মোঃ রব্বানি,মোঃ মাসুম,বৃস্টি,ফারিহা এর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়।

এছাড়া নির্দেশনা মোতাবেক প্রভাত ফেরীতে স্মৃতির অম্লানে দুপচাঁচিয়া বগুড়া এ পুস্প স্তবক অর্পন,হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন,হাসপাতাল মসজিদে দোয়া মাহফিল,হাসপাতাল চত্বরে আলোক সজ্বা এবং স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রতিটি কমিউনিটি ক্লিনিকে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ।

তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করা হয় সব বীর মুক্তিযোদ্ধাকে।


More News of this category