• December 25, 2024, 1:24 pm

জো রুটের ব্যাটে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি

Reporter's Name : 299 Time View :
Update : Monday, June 3, 2019

বিশ্বকাপের খেলা শুরু হয়েছে আজ নিয়ে ৫ দিন হয়ে গেলো। বড় বড় স্কোরেরও দেখা মিলেছে, কিন্তু ব্যাটসম্যানদের ব্যাক্তিগত অর্জন সেঞ্চুরির দেখা মিলছিল না। অবশেষে সেঞ্চুরির সেই আক্ষেপ ঘুচলো স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটসম্যান জো ব্যাটে। তবে একটি নয়, এক ইনিংসে জোড়া সেঞ্চুরি উপহার দিয়েছেন ইংলিশরা। অপর সেঞ্চুরিয়ান হলেন জস বাটলার।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছে আজ ইংল্যান্ড। রান প্রসবীনি উইকেট ট্রেন্টব্রিজে। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৮ রানের বিশাল স্কোর গড়ে তোলে পাকিস্তান। যদিও এত বড় স্কোরে কোনো সেঞ্চুরি ছিল না। মোহাম্মদ হাফিজ সর্বোচ্চ ৮৪ রান করেন। বাবর আজম ৬৩ এবং সরফরাজ করেন ৫৫ রান।

বিশ্বকাপের খেলা শুরু হয়েছে আজ নিয়ে ৫ দিন হয়ে গেলো। বড় বড় স্কোরেরও দেখা মিলেছে, কিন্তু ব্যাটসম্যানদের ব্যাক্তিগত অর্জন সেঞ্চুরির দেখা মিলছিল না। অবশেষে সেঞ্চুরির সেই আক্ষেপ ঘুচলো স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটসম্যান জো ব্যাটে। তবে একটি নয়, এক ইনিংসে জোড়া সেঞ্চুরি উপহার দিয়েছেন ইংলিশরা। অপর সেঞ্চুরিয়ান হলেন জস বাটলার।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছে আজ ইংল্যান্ড। রান প্রসবীনি উইকেট ট্রেন্টব্রিজে। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৮ রানের বিশাল স্কোর গড়ে তোলে পাকিস্তান। যদিও এত বড় স্কোরে কোনো সেঞ্চুরি ছিল না। মোহাম্মদ হাফিজ সর্বোচ্চ ৮৪ রান করেন। বাবর আজম ৬৩ এবং সরফরাজ করেন ৫৫ রান।


More News of this category