• January 27, 2025, 8:05 pm

গাবতলীর বামুনিয়া হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : 70 Time View :
Update : Thursday, August 22, 2024

বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের অন্তর্গত বামুনিয়া পালপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে দুর্বৃত্ত কতৃক হামলা করার ঘটনায় বুধবার জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে হিন্দু সম্প্রদায় মানুষের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি মোশাররফ হোসেন, জেলা বিএনপি নেতা এডভোকেট আব্দুল বাছেদ, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণ চন্দ্র, শ্রী প্রশান্ত, শ্যামল পাল, লালমোহনসহ আরো অনেকে।

পরিদর্শন শেষে বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে ঘটনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এতে উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদ-নবী সালাম, একেএম খাইরুল বাশার, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল হক, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম ছাড়াও জেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


More News of this category