• December 25, 2024, 1:01 am

খুলনায় ভাড়া বাসায় শিক্ষিকার গলায় ফাঁস

Reporter's Name : 416 Time View :
Update : Thursday, June 6, 2019

খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা ইয়াসমিন শাওন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকাল ১০টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ডলি সরকার জানান, সকাল ১০টার দিকে নগরীর নিরালা আবাসিকের ব্যাংক কলোনীর একটি ভাড়া বাসায় শিক্ষিকা ফারহানা ইয়াসমিন শাওনকে ঘরের সিলিংয়ে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


More News of this category