• January 8, 2025, 8:34 am

কাহালুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার  কাওছার হাবীব 

মোঃ কুতুবশাহাবউদ্দিন বাবু,  8 Time View :
Update : Monday, January 6, 2025

বগুড়ার কাহালু উপজেলার নবাগত  নির্বাহী অফিসার মোঃ কাওছার  হাবীব  কাহালু প্রেসক্লাবের  সাংবাদিকবৃন্দদের সঙ্গে  মতবিনিময় সভা ৬ জানুয়ারি সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে  অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়  ও মুক্ত আলোচনা কাহালু উপজেলার বিভিন্ন বিষয় , বিশেষ করে  মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, পুতুল ব্যবসা, জ্বীনের বাদশা,  বাল্যবিয়ে, বালু উত্তোলন, ফসলী জমিতে পুকুর খনন,  ফার্মাসিতে নিষাদ্রব্য বিক্রয়, হোটেল ও বাজার মনিটরিং সহ বিভিন্ন  উন্নয়ন মূলক কর্মকান্ড উঠে আসে। তিনি উল্লেখ বিষয়ে নজর দারির জোর দার করার আশা  ব্যাপ্ত  করেন এবং সকল মানুষের সহযোগিতা   কাহালু উপজেলাকে মডেল উপজেলা গড়ার প্রত্যাশা ব্যাপ্ত  করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহালু প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ  কুতুবশাহাউদ্দিন বাবু,সিনিয়র  সহ-সভাপতি সহকারী প্রধান শিক্ষক মোঃ  সাইফুল ইসলাম সাইফ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ,  সিনিয়র সাংবাদিক এ টি এম খালেকুজ্জামান মিঠু, ইমদাদ হোসেন, কার্যকরী সদস্য সাহিন সরদার প্রমূখ।


More News of this category