বগুড়া কাহালুতে পৌর এলাকায় এক নং ওয়ার্ডে গবাদি পশু গাছ খাওয়াকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ উঠেছে, আহত হয়েছে ৩ জন।
জানা যায় (১৮ অক্টোবর) শুক্রবার পৌর এলাকার ১ নং ওয়ার্ড সারাই গ্রামে সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই গ্রামের বাবলু গোস্বামীর স্ত্রী প্রীতি গোস্বামী (৩২), রতন চন্দ্র স্ত্রী বৃথী রানী (৪০), জিতেন চন্দ্র স্ত্রী ঠান্ডা রানী (৭০) বলে জানা যায়। স্থানীয় লোক জন আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
আহতদের ভাষ্যমতে তাদেরকে লাঠি সোটা বাটাম ও চাকু দিয়ে আঘাত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাহালু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।