বগুড়ার আদমদীঘিতে সিআর প্রতারণা মামলায় আমিনুর ইসলাম নামের একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে আদমদীঘি উপজেলা সদরের ডালম্বা গ্রামের কায়ছার আলী প্রামানিকের ছেলে। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘির ডালম্বা গ্রামের আমিনুর ইসলামের বিরুদ্ধে সম্প্রতি জনৈক নজরুল ইসলাম বাদি হয়ে আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১৫ সেপ্টেম্বর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক আসামী আমিনুর ইসলামের বিরুদ্ধে দঃবিঃ ১৮৬০ এর ৪২০ ধারামতে এক বছর ৬মাস বিনাশ্রম কারাদান্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
সে পলাতক ছিল গত শুক্রবার রাতে থানার উপ পরিদর্শক নাজমুল হক মৃধা তাকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল শনিবার আসামীকে আদারতে প্রেরন করা হয়েছে।