• December 27, 2024, 4:43 am

সারিয়াকান্দিতে শয়ন ঘরের উপর বালু বাহী ড্রাম ট্রাক পড়ে ঘুমন্ত এক কৃষক আহত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ 95 Time View :
Update : Thursday, November 28, 2024

বগুড়ার সারিয়াকান্দিতে গভীর রাতে বালুবাহী ১০চাকার ড্রাম ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে শয়ন ঘরের উপর পড়ে ঘুমন্ত অবস্থায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন । ট্রাক চালক পালিযে গেছে । জহুরুল ইসলামের পরিবারের অন্যান্য লোকজন ওই রাতে গাবতলী উপজেলার কিত্তিনিয়া এলাকায় ওয়াজ শুনতে যাওয়ায় তারা ওই দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় । গতকাল বুধবার দিবাগত রাত দেড় টার দিকে সারিয়াকান্দি-কুতুবপুর সড়কে উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া বাঁধ এলাকায় এঘটনা ঘটে । আহত জহুরুল ইসলাম ওই এলাকার মৃত জালাল উদ্দিন সরকারের ছেলে । স্থানীয়রা জানান, রাতে খাওয়া দাওয়া শেষ করে কৃষক জহুরুল ইসলাম নিজ বাড়ির শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন । রাত দেড়টার দিকে একটি বালু বাহী চলন্ত ড্রাম ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে জহুরুলের ঘরের উপর পড়ে গেলে জহুরুলর দু’পা ড্রাম ট্রাকের নিচে পড়ে সে আটকিয়ে যায় । বিকট শব্দ শুনে আশে পাশের লোকজন ছুটে এসে জহুরুলকে উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয় । সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিযে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে জহুরুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, ঘটনা জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।


More News of this category