আজ সোমবার সকাল ১১ টায় বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় এই দিবসটি পালিত হয়।
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া। প্রধান অতিথি বলেন, বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগামী প্রজন্মকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে তুলতে আমরা অবিরত কাজ করছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার ওসি(তদন্ত) মঈন উদ্দিন, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট ও বিভিন্ন এনজিও প্রতিনিধি।
এতে সভা সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান।