• May 20, 2025, 5:27 pm

নারীদের স্কুটি চালানো কি অপরাধ?

Reporter's Name : 380 Time View :
Update : Monday, June 3, 2019

রাজধানীর ধানমন্ডিতে স্কুটি চালিয়ে নিজের দুই বাচ্চাকে প্রায়দিনই স্কুলে পৌঁছে দিতে যান এক নারী। প্রায়দিনই তার সঙ্গে দেখা হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। তবে গত ১৩ মার্চ ওই নারীকে অন্যরকম এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।

এক ট্রাফিক পুলিশ তাকে উত্ত্যক্ত করেন। তিনি বাসচালকদের উদ্দেশ্যে বলেন, ‘মারেন ভাই মারেন, মেয়ে মানুষ আবার স্কুটি চালায়।’

রাজধানীর ধানমন্ডিতে স্কুটি চালিয়ে নিজের দুই বাচ্চাকে প্রায়দিনই স্কুলে পৌঁছে দিতে যান এক নারী। প্রায়দিনই তার সঙ্গে দেখা হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। তবে গত ১৩ মার্চ ওই নারীকে অন্যরকম এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।

এক ট্রাফিক পুলিশ তাকে উত্ত্যক্ত করেন। তিনি বাসচালকদের উদ্দেশ্যে বলেন, ‘মারেন ভাই মারেন, মেয়ে মানুষ আবার স্কুটি চালায়।’


More News of this category