• December 27, 2024, 7:46 am

উন্নয়নশীল দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আন্তর্জাতিক গবেষণার দৃষ্টান্ত ইবি উপাচার্যের 

বিশেষ প্রতিনিধিঃ 32 Time View :
Update : Thursday, November 28, 2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মিয়া মাহমুদুর রহমানের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক গবেষণা গ্রন্থ “Regulating Foreign Direct Investment for Development: Perspectives from Bangladesh” প্রকাশিত হয়েছে। বইটি বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা Taylor & Francis Group’s Routledge থেকে লন্ডন ও নিউ ইয়র্কে প্রকাশিত হয়েছে।
বইটি বিদেশি বিনিয়োগের উন্নয়নশীল দেশে প্রভাব এবং নীতিনির্ধারণে বাংলাদেশের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্লেষণ করেছে। এটি উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে বিনিয়োগ নীতিমালা এবং তার বাস্তবায়নের উপর একটি গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উন্নয়ন গবেষণায় তার অবদান আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত।


More News of this category