জয়পুরহাটে ঐতিহাসিক ৬ দফা দাবি দিবস পালিত

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ / ১১৬ বার ::
আপডেট সময় :: মঙ্গলবার, ৭ জুন, ২০২২

জয়পুরহাটে ঐতিহাসিক ৬ দফা দাবি দিবস পালিত হয়েছে। এ  উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের ছাত্রলীগের  কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া  হোসেন রাজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ  বোস্তামী,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শোভন,  পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাগর, যুগ্ম  সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ পিয়াস, জয়পুরহাট সরকারি  কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ  সম্পাদক হাবিবুর রহমান ইমন, বিধান চন্দ্র দাস।
এ সময় বক্তারা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের  ঐতিহাসিক ৬ দফার গুরুত্ব ও তার কর্মময় জীবনের ওপর আলোকপাত
করে বক্তব্য রাখেন।
Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর