গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে

গাইবান্দা প্রতিনিধিঃ / ১৬২ বার ::
আপডেট সময় :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বিশ্বজুড়ে আদিবাসীদের অধিকার রক্ষার জন্য সচেতনতা ও সুরক্ষার আহ্বান জানিয়ে গতকাল জেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল, ‘কাউকে পেছনে ফেলে না’।

দিবসটি উপলক্ষে নাগরিক সমাজের সংগঠন আবালম্বানন্দ সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, বাঙালি আদিবাসী সংঘোটিপরিষদ এবং আদিবাসী ইউনিয়ন যৌথভাবে বিস্তৃত কর্মসূচি প্রণয়ন করে।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণালী র‌্যালী বের করা, তীর নিক্ষেপ প্রতিযোগিতা এবং সর্বস্তরের আদিবাসী জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও, সাহেবগঞ্জ-বাগদা খামার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি এবং আদিবাসী নেতা ফিলিমন বাসকারের সভাপতিত্বে গণসাস মার্কেটের সামনে একটি বড় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঙালি আদিবাসী সঙ্ঘোটি পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক, জেলা শাখা, জিয়াউল হক জনী, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতৃবৃন্দ প্রিসিলা মুরমু, মানবাধিকার কর্মী আনজুল ইসলাম রানি বাংলাদেশ রবিডাশ ফোরামের খিলন রবিদাশ এবং ভূমি উদ্ধর কমিটির নেতা মইনুল ইসলাম।

বক্তারা আদিবাসীদের সকল দিক বিশেষ করে সাক্ষরতা এবং সামাজিক ক্ষমতায়নে দক্ষ করে তোলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন যাতে তারা মূল ধারায় থাকতে পারে।

আদিবাসী নেতারা তাদের বক্তব্যে বলেছিলেন যে, নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ তারা প্রায়শই
দমন এবং হয়রানি।

এই প্রেক্ষাপটে, তারা সমাজে অর্থনৈতিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ অস্তিত্ব নিশ্চিত করার জন্য তাদের জাতিগত বৈচিত্র্য এবং বৈধ অধিকার রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর