আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ২৭৭ বার ::
আপডেট সময় :: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার আদমদীঘিতে নাগরনদে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বহনকালে দুইটি বালু ভর্তি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি এক্সকেভেটর মেশিন জব্দ, বালু উত্তোলনের সরঞ্জামানে অগ্নিসংযোগে ধ্বংস ও ট্রাক চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন।

গতকাল ১৫ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নাগরনদের কুন্দগ্রাম ইউনিয়নের হ্রাভাঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় বালু উত্তেলনকারিরা পালিয়ে যায়। অভিযানে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন ও পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত জানান, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের হারভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় নাগরনদে শ্যালোচালিত ট্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালান। অভিযানে হারভাঙ্গা এলাকায় বালু উত্তোলন করে ট্রাক যোগে বহন করে নিয়ে যাবার সময় বালু ভর্তি দুইটি জব্দ করা হয়। এসময় ট্রাক চালক আলতাফনগরের জহুরুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বালু উত্তোলনকারি মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে তার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এদিকে ভেবরা গ্রামের মোখলেছার রহমান নাগরনদের পাশে এক্সকেভেটর মেশিন দিয়ে ধানি জমিতে পুকুর খনন কালে ওই মেশিন জব্দ এবং নাগরনদে বালু উত্তোলনের সরঞ্জামে অগ্নিসংযোগে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত টিম।

Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর