সেই নাসিবা আমিন দেশ ও মানবতার সেবক হতে আগ্রহী

নিজেস্ব প্রতিবেদক, বগুড়া ঃঃ / ১৯৪ বার ::
আপডেট সময় :: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

স্কুল থেকে কলেজ জীবনেই মেয়েটি বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। লেখক, অনুবাদক, উপস্থাপক, বিতার্কিক, কন্ঠশিল্পী, ইউটিউবার, ভিডিও এডিটর, খন্ডকালীন শিক্ষকতা, আইসিটি ট্রেইনার, গ্রাফিক্স ডিজাইনার, সম্পাদনাসহ বহুমুখি প্রতিভা ও চৌকষ নেতৃত্বগুণের অধিকারী বগুড়ার মেয়ে নাসিবা আমিন ভবিষ্যতে দেশ ও মানবতার সেবক হতে আগ্রহী।

সাধারণ জ্ঞান, কবিতা আবৃত্তি, অভিনয়, উপস্থিত বক্তৃতা, বাংলা, ইংরেজি, হিন্দী, আরবি, তুর্কি ও ইন্দেনেশিয়ান ভাষায় গান, নিউজ প্রেজেন্টেশন, বহুমাত্রিক উপস্থাপনা, বিজ্ঞাপন ও প্রামান্যচিত্র নির্মাণকাজে নেপথ্য কন্ঠ প্রদান, বিতর্ক চর্চা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, অনলাইনে ইংরেজি ক্লাস গ্রহণ, সৃজনশীল মেধা অন্বেষণসহ বিভিন্ন বিষয়ে তার অর্জন আশার সঞ্চার করে। আন্তর্জাতিক মানচিত্র এবং বাংলাদেশের সংবিধানের সে মনোযোগী পাঠক।

দেশপ্রেম, ইতিহাস ও মূল্যবোধভিত্তিক মুভি, সিরিয়াল ও ইউটিউবে ক্রিয়েটিভ নির্মাণ দেখে এবং থ্রিলার বই পড়ে তার সময় কাটে।
তার পারিবারিক সুত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই নাসিবার মধ্যে বহুমাত্রিক প্রতিভার উপস্থিতি ছিল। নাসিবা আমিনের সনদ নাম- নাসিবা তাবাসসুম। বাবা আবুল কাসেম আমিন একজন সাংস্কৃতিক সংগঠক, সমাজকর্মী, বিজ্ঞাপন ও মূদ্রণ ব্যবসায়ী।

তিনি দৈনিক আজকের জনবানী এবং দৈনিক যুগের আলোর বগুড়া প্রতিনিধি। মা নার্গিস আরা আদর্শ গৃহিনী। ছোট ভাই নাকিব আব্দুল্লাহ একটি ইংরেজি মাধ্যম স্কুলে ৪র্থ শ্রেণিতে পড়ে। সে তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বাংলা, ইংরেজি, তুর্কি ও হিন্দী ভাষায় গল্প বলে থাকে। তাদের দাদার বাড়ি, জয়পুরহাট জেলার কালাই পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্বপাড়ায়, নানা বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়েেনর ময়াগাড়ি গ্রামে।

বর্তমানে তারা বগুড়া শহরে বাস করে। নাসিবা আমিন বগুড়া শহরের নিউ হলিক্রস স্কুলে প্লে শ্রেণি, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে কেজি ও প্রথম শ্রেণি এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন), বগুড়ায় দ্বিতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছে।

সে পিইসিতে গোল্ডেন এ প্লাস, জেএসসিতে গোল্ডেন এ প্লাস, এসএসসিতে এ প্লাস এবং ২০২০ সালে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে স্কুল ও কলেজ জীবনে প্রতিভার স্বাক্ষর রাখে। নাসিবা আমিন গ্রাজুয়েট লেভেল এবং পরবর্তি পর্যায়ে দেশের বাইরে খ্যাতিমান বিশ^বিদ্যালয় থেকে জার্নালিজম ও ‘ফিল্ম এন্ড মিডিয়া’র উপর উচ্চ শিক্ষাগ্রহণ করতে আগ্রহী।

দেশের স্কুল ও কলেজ পড়–য়া কিশোর ও তরুণদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়তে নাসিবা আমিন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল “ড্রিম উইথ ইংলিশ” নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। সে জানায়- অর্ধশতাধিক সনদপত্র, মেডেল, মূল্যবান বই, ধন্যবাদ পত্র, লেটার অব এপ্রিসিয়েশন, অভিজ্ঞতার সনদ, সম্মাননা ক্রেষ্ট তার জীবনকে সমৃদ্ধ করেছে।

ডিপ্লোমা ইন কম্পিউটার এন্ড আইসিটি, গ্রাফিক্স ডিজাইন (বিগিনার), স্পোকেন ইংলিশ, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, কম্পিউটার অফিস এপলিকেশন, ব্যাসিক জার্নালিজম এবং ভিডিও এডিটিং এন্ড থ্রিডি এনিমেশন এর উপর তার সার্টিফিকেট কোর্স করা আছে।

এ যাবত তাকে নিয়ে স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন পত্রিকায় রিপোর্ট ও প্রেস রিলিজ প্রকাশিত হয়েছে প্রায় ৪০ টি। কলেজ জীবনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীগ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী ও ফাদার অব দ্যা নেশন হিজ লাইফ এন্ড এচিভমেন্ট” বই দুটি পুরস্কার হিসেবে পাওয়া তার জীবনে উল্লেখযোগ্য ঘটনা। দেশ ও মানবতার কল্যাণের লক্ষ্যে সে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চায়। সততা, স্বচ্ছতা ও সুনাগরিকগুণে সমৃদ্ধি অর্জন তার জীবনের অন্যতম লক্ষ্য।
নাসিবা আমিন বিভিন্ন সংগঠন ও সেবামূলক কাজের সাথে জড়িত। মানসিক স্বাস্থ্য ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান একাডেমি টুয়েন্টি ওয়ান, পাঠশালা- সেন্টার ফর ব্যাসিক স্টাডিজ (সিবিএস), বন্ধন ওয়েলফেয়ার এসোসিয়েশন, বগুড়া চিলড্রেন ওয়েলফেয়ার সোসাইটি (বিসিডবিøউএস), সেন্টার ফর ওয়েলফেয়ার রিসার্চ এন্ড কালচার স্টাডিজ (সিডবিউআরসিএস), বগুড়া লেখিকা পরিষদ, আলোকিত আঙ্গিনা, সাইন্যাপস্ বিডি, ফুলকুঁড়ি আসর, ডেইলি এশিয়া, পুন্ড্র টিভি, নেটভিশন টুয়েন্টি ওয়ান, ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেল “নাকিব আব্দুল্লাহ বগুড়া বিডি” ব্যক্তিগত ইউটিউব চ্যানেল “ড্রিম উইথ ইংলিশ”, জেনুইন মিডিয়া, রিদম ইভেন্ট, ইভেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, বাণিজ্যিক উদ্যোগ, সংগঠন ও সংস্থার সাথে যুক্ত হয়ে ছোটবেলা থেকে নিজেকে সমৃদ্ধ করা চেষ্টা করেছে। সে দেশপ্রেম, সংস্কৃতি ও মূল্যবোধ এবং বহুমাত্রিক ভাষাদক্ষতায় জ্ঞানচর্চার পথে অনেকদুর এগুতে আগ্রহী।

স্কুল ও কলেজ ম্যাগাজিন, দৈনিক পত্রিকা, ফেসবুক পেজ, লিটলম্যাগ ও সাহিত্য সামায়িকিতে নাসিবা আমিনের লেখা ছড়া, কবিতা, মতামত ও বুক রিভিউ এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ প্রকাশিত হয়। বিসিডবিউএস পরিচালিত শিশু বিষয়ক প্রকাশনা “শিশুপ্রাঙ্গণ” এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে।

সিডবিউআরসিএস এর প্রকাশনা “ওয়ারিদ” সম্পাদনা পরিষদের সাথে সে যুক্ত। একাডেমি টুয়েন্টি ওয়ান পরিচালিত মানসিক স্বাস্থ্য ও উন্নয়ন গবেষণা বিষয়ক ফেসবুক লাইভ “মনোসংলাপ” এর নিয়মিত উপস্থাপক নাসিবা আমিন। এ যাবত “মনোসংলাপ” এর ২৫টি পর্ব সে উপস্থাপনা করেছে।

বাংলা, ইংরেজি ও তুর্কিসহ ভাষাবৈচিত্রে নাসিবার উপস্থাপনা হাজার হাজার দর্শকনন্দিত হয়। উল্লেখ্য “সুস্থ দেহ, সুস্থ মন, সুখি পরিবার ও সুস্থ জীবন” সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে সহায়ক ভুমিকা পালনে কাজ করে যাচ্ছে “একাডেমি টুয়েন্টি ওয়ান”। আলোকিত জীবন গড়তে নাসিবা আমিন দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর