• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন
  • English Version

বাংলাদেশ টুরিজ্যম বোর্ডের আয়োজনে বগুড়ার একটি স্থানীয় মোটেলে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান

বগুড়া প্রতিনিধিঃ / ১৭৪ বার ::
আপডেট সময় :: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ টুরিজ্যম বোর্ডের আয়োজনে বগুড়ার একটি স্থানীয় মোটেলে শুরু হয়েছে স্ট্রিটফুড ভেন্ডর ও ট্যুর গাইডদের জন্য ৫ হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান।
এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রথমদিনে আজ ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ ( অতিরিক্ত সচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের (যুগ্ম সচিব), বাংলাদেশ টুরিজ্যুম বোর্ডের উপপরিচালক ইসরাত জাহান কেয়া ( উপ সচিব) ও সরাসরি যুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মোঃ বোরহান উদ্দীন। এছাড়াও স্থানীয় সমন্বয়কারী হিসেবে যুক্ত হন এয়ার ট্রাভেলস এর স্বত্তাধিকারী মিলন রহমান ও সংস্কৃতিকর্মী, ট্যুরগাইড অলক পাল।
দুই দিনব্যাপী এই কর্মশালায় স্ট্রিটফুড ভেন্ডার দের পরিচ্ছনতা সহকারে , ভোক্তা অধিকার আইন পুরোপুরি মেনে চলে সেবা প্রদান বিষয়ক আলোচনা হয়। এছাড়াও ট্যুর গাইডদের পর্যটকদের প্রতি কারোনাকালে স্বাস্থ্যবিধি মেনে গাইডিং করানো বিষয়ে বিবৃতি প্রদান করা হয়।
দুইদিন ব্যাপী এই কর্মশালায় মোট ৩০ জন ট্যুরগাইড ও স্ট্রিটভেন্ডর যুক্ত হন।
Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর......