হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা

কুড়িগ্রাম প্রতিনিধি :  / ১১৭ বার ::
আপডেট সময় :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

গত তিনদিন ধরে উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।কুয়াশা আর মেঘের ছটায় প্রায় সময়টাতেই ঢেকে থাকে গোটা জনপদ।
সকাল থেকে হালকা কুয়াশায় সুর্যের আলো দেখা যায়না। দুপুর গড়িয়ে গেলে সুর্যের মুখ দেখা গেলেও রোদের উত্তাপ তেমনটা অনুভূত হয়না।ফলে এ জনপদে সাধারণ খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে।শীতকে উপেক্ষা করে কেউ কেউ বাইরে বেরুলেও কষ্টের সীমা নেই তাদের।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়,সোমবার সকাল ৬টায় জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ডিগ্রী সেলসিয়াস যা গতদিনের চেয়ে ৩ডিগ্রী আরো কমেছে।এদিকে,প্রচন্ড ঠান্ডায় গরু ছাগলসহ বিভিন্ন গবাদি পশুরাও পড়েছে চরম কষ্টে। শীতবস্ত্রের অভাবে ও ঠান্ডার প্রকোপে অতি কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র মানুষের। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট আরো চরমে পৌঁছেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান,জেলায় এবারের শীতে ছিন্নমূল মানুষদের যাতে কষ্ট পেতে না হয় সেজন্য ইতোমধ্যেই ৩৫হাজার কম্বল দেয়া হয়েছে এবং ৯ উপজেলায় আরো ১ কোটি ৯ লাখ টাকার শীতের কাপড়সহ কম্বল ক্রয়সহ তা উপজেলা পর্যায়ে ইউএনওদের মাধ্যমে বিতরণ চলছে।

 

Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর