রাজশাহীর ভেজাল গুড়সহ গ্রেফতার ৭

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: / ৮২ বার ::
আপডেট সময় :: শনিবার, ২৮ মে, ২০২২

রাজশাহীর পুঠিয়ায় ৭৬২ কেজি ভেজাল গুড়সহ ৭জন অসাধু ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) দিবাগত রাত ১১টায় পুঠিয়া থানাধীন ঝলমলিয়া বাজার এলাকায় একটি ভেজাল গুড় তৈরির কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় ৭৬২ কেজি ভেজাল গুড় ও ভেজালগুড় তৈরির উপকরণ সামগ্রী (চিনি, পাথরের চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও রাসায়নিক পদার্থ)।

গ্রেফতারকৃত অসাধু ব্যক্তিরা হলো : পুঠিয়া থানাধিন পূর্ব কানাইপাড়া গ্রামের মো: মানিক সরদারের ছেলে মোঃ রজব সরদার (২৬), একই থানার জিউপাড়া গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ সোহাগ হোসেন (৩০), বাঘা থানাধিন আড়ানী দিয়ারপাড়া গ্রামের মৃত মকিম মোল্লার ছেলে মোঃ আলী হোসেন (২৮), বাউশা কাচারীপাড়া গ্রামের শ্রী বিশ্বনাথ সরকারের ছেলে শ্রী সুব্রত সরকার (২৬), মোঃ জলিল শাহ’র ছেলে মোঃ সজীব আলী ( ২০), মোঃ মিলন আহম্মেদের ছেলে মোঃ হৃদয় আলী (২০), মৃত শাহাবাজের ছেলে মোঃ জয়নাল (৪৫)।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতে খায়ের আলম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ জানতে পারে, মানবদেহের জন্য ক্ষতিকর এমন উপাদান মিশিয়ে ঝলমলিয়া বাজার এলাকায় একটি কারখানায় ভেজাল গুড় তৈরী করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭৬২ কেজি ভেজাল গুড় ও ভেজালগুড় তৈরির উপকরণ সামগ্রীসহ ৭জন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করে পুঠিয়া থানার এসআই মোঃ শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে জড়িতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, খেজুর ও আখের গুড়ের নামে ভেজাল গুড় তৈরির কারখানার বিরুদ্ধে রাজশাহী জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চলতি ২০২২ সালে জেলার বিভিন্ন থানায় ভেজালগুড় জব্দ করেছে পুলিশ। এ ব্যপারে মোট ২১টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ মজুদদার, ভেজাল গুড় ও ভেজাল কসমেটিকস কারখানার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পুলিশের মুখপাত্র মোঃ ইফতেখায়ের আলম।

Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর