• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
  • English Version

চাঁপাপুর সমাজ কল্যাণ সংস্থা এর বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল-২০২১

নিজেস্ব প্রতিবেদকঃঃ / ২৬০ বার ::
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
চাঁপাপুর সমাজ কল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ওমর আলী সিদ্দিক কর্তৃক গতকাল ৩ মার্চ ২০২১ দুপুর ১২ টায় আয়োজিত বার্ষিক আলোচনা সভা-২০২১, দোয়া মাহফিল ও আলুঘাটির আয়োজন করা হয়। ইহা একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও মানবতাবাদী সংগঠন।

চাঁপাপুর সমাজ কল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ওমর আলী সিদ্দিক কর্তৃক গতকাল ৩ মার্চ ২০২১ দুপুর ১২ টায় আয়োজিত বার্ষিক আলোচনা সভা-২০২১, দোয়া মাহফিল ও আলুঘাটির আয়োজন করা হয়। ইহা একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও মানবতাবাদী সংগঠন।

উক্ত সভায় সাধারণ সম্পাদক সাহেব বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, সমাজের ও মানুষের উন্নয়নমূলক কাজ করা। (১) দরিদ্র মেধাবী স্টুডেন্টদের সহযোগিতা করা। (২) দুস্থ ও অভাবী মানুষের পাশে দাঁড়ানো। (৩) মানুষের আর্থিক অভাব দূর করা। (৪) শীত ও ঈদ বস্ত্র বিতরণ। (৫) বৃক্ষ রোপন প্রকল্প। (৬) বিপদে পাশে দাঁড়ানো। (৭) যেকোন ভালো কাজে সহযোগিতা করা ইত্যাদি। (৮) বৃক্ষ রোপনে উৎসাহী করা, “গাছ লাগান পরিবেশ বাচাঁন” বাস্তবায়িত করা। (৯) কুসংস্কার দূর করা। (১০) এলাকার দরিদ্র মেধাবী/অশিক্ষিত ছেলে/মেয়েদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। (১১) শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরন করা। (১২) বাল্যবিবাহ প্রতিহত করা এবং যৌতুক প্রথা বন্ধ করা। (১৩) মাদকাশক্তি ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য উৎসাহিত করা। (১৪) ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। (১৫) গুণী এবং সমাজসেবকদেরকে কৃতি সংবর্ধনা দেওয়া। (১৬) অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। (১৭) ক্ষোভ, আক্রোশ ও প্রতিহিংসার বদলে পরস্পরের প্রতি মমত্ববোধ সৃষ্টির বিষয়ে পরামর্শ দেওয়া। (১৮) আধুনিক তথ্য প্রযুক্তি ও কম্পিউটার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। (১৯) এছাড়াও সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আমাদের এ সংগঠনটি কাজ করবে। তিনি বিগত বছরের হিসাব প্রদান করেন এবং সবার সাথে আলোচনা করে চলতি বছরের কাজের বাজেট গ্রহণ করেন। তিনি আরও বলেন যে এই সংগঠনটি সোনার বাংলাদেশ গড়তে একটি বিশেষ ভ‚মিকা রাখবে।

উক্ত সভায় এলাকার আরও সদস্য উপস্থিত ছিলেন রুবেল সরকার (চাকুরিজীবী), আশরাফুল ইসলাম তুফান (শিক্ষক), আলমঙ্গীর হোসেন (শিক্ষক), নূরুল ইসলাম (শিক্ষক), আল মাছুম মানিক (চাকুরিজীবী), শ্রী রতন (বিশিষ্ট ব্যবসায়ী), সালমান ফারর্সী (ছাত্র), খাইরুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী) হুমায়ন ও তাঁর পরিবার আরো অনেকে।

Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর......