কুয়েতে ভ্যারিয়ান্ট ওমিক্রন প্রতিরোধে মন্ত্রিপরিষদে নতুন সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক :: / ১১৯ বার ::
আপডেট সময় :: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
Concept of microscopic view of covid-19 omicron variant or B.1.1.529, variant of concern on red background. 3D rendering.

কুয়েতে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন প্রতিরোধে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির মন্ত্রিপরিষদ। দেশটিতে আগত যাত্রীদের প্রবেশের ৪৮ ঘণ্টার পূর্বে পিসিআর নেগেটিভ সনদ নিতে হবে। যেটা পূর্বে ৭২ ঘণ্টা ছিল।

দেশে প্রবেশের ৭২ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করতে হবে। পিসিআর রিপোর্ট নেগেটিভ হলে কোয়ারেন্টিন বাতিল করা হতে পারে। এ সিদ্ধান্ত আগামী রোববার হতে কার্যকর হবে। স্থানীয় ও প্রবাসীদের টিকার দুই ডোজ  গ্রহণের ৯ মাস পার হয়ে গেছে; তাদের জন্য বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক। অন্যথায় ২ জানুয়ারি হতে টিকাহীন হিসেবে গণ্য হবে, তারা ভ্রমণ ও প্রবেশ করতে পারবেন না।

Print Friendly, PDF & Email


এ জাতীয় আরো খবর