• October 30, 2024, 10:19 am

বগুড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষন, ১৭২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধিঃ 23 Time View :
Update : Friday, October 25, 2024

গত আগস্ট বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা চালিয়ে গুলি বর্ষন হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত করার অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু  সধারণ সম্পাদক রাগেবুল আহসান (রিপু)সহ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের ১৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে

গতকাল বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুকান্ত সাহা বাদির জবানবন্দী গ্রহন করে মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বগুড়া সদর থানার ওসির প্রতি নির্দেশ দেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামি করা হয়েছে

বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ সাওন মিয়া বাদি হয়ে ওই আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন যে গত আগস্ট দুপুর টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিল সাতমাথার দিকে অগ্রসর হওয়ার সময় আন্দোলনকে দমানের জন্য স্বৈরাচার সরকারের আওয়ামী লীগ, যুবলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়।

এসময় মজিবর রহমান (মজনু) এর হুকুমে এই মামলার আসামি রাগেবুল আহসান (রিপু),আমিনুল ইসলাম, আব্দুল মান্নান আকন্দ, সেলিম মাহমুদ গনের হাতে থাকা পিস্তল দিয়ে ছাত্র জনতার ওপর গুলি ছোঁড়ে। ছাড়া আসামিরা লোহার রড লাঠি, কাঠের বাটাম লোহার এঙ্গেল দিয়ে মারপিট করে

এসময় আসামি রিপুর পিস্তল দিয়ে ছোঁড়া গুলি বাদি সাওন মিয়ার শরীরে দুপায়ে লেগে রক্ত ক্ষরণ হতে থাকে। এরপর তাকে উদ্ধার করে ঠনঠনিয়ায় সাদমান ক্লিনিকে চিকিৎসা করানো হয়। এরপর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়


More News of this category