• December 26, 2024, 2:24 am

শাজাহানপুরে প্রশাসনের সঙ্গে বিএনপির মতবিনিময় 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ 67 Time View :
Update : Monday, August 19, 2024

বগুড়ার শাজাহানপুরে দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সঙ্গে মতবিনিয়ম করেছেন।
রবিবার (১৮ আগষ্ট) উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম ও ওসি শহিদুল ইসলাম সঙ্গে বিএনপির নেতাকর্মীরা মতবিনিময় করেন।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই রনি,আনোয়ার হোসেন, ইদ্রিস আলী সাকিদার, নুরুল আজাদ, মোজাফফর হোসেন, হাফিজার রহমান কাজল, বাদশা আলম,দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, আতাহার আলী কাইয়ুম, শফিকুল ইসলাম, মোশারফ হাসান, এমরান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক রেজাউল করিম, শ্রমিকদল নেতা বাবলু মন্ডল,  মহিলাদলের সভানেত্রী কোহিনুর বেগম, মহিলাদল নেত্রীসহ উপজেলা  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায়ভার দল নেবে না। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে প্রশাসনকে কঠোর হাতে দমন করার আহবান জানান তিনি।
শাজাহানপুরে আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপি পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


More News of this category